দোয়া কবুলের কিছু সময় ও স্থান

আমল, ইসলাম

মুফতি আবদুল কাইয়ুম, অতিথি লেখক, ইসলাম | 2023-10-03 18:20:46

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া আমাদের জন্য সবসময় উপাদেয় ও উপকারী। দোয়ার মাধ্যমে ইবাদতে নিমগ্ন হলে আত্মা প্রশান্তি লাভ করে। মনের ভার কমে, পেরেশানি দূর হয়। জীবনের সব কাজ আল্লাহর নামে এবং দোয়ার মাধ্যমে শুরু করলে তা অত্যন্ত সফলতা ও স্বার্থকতা লাভ করে। তাই আমাদের উচিত সর্বদা দোয়ার মাধ্যমে কাজ শুরু ও শেষ করা। হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়াই ইবাদতের মগজ।’ -সুনানে তিরমিজি : ৩২৯৩

দোয়া সম্পর্কে রাসুল (সা.) আরও বলেন, ‘আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছু নেই।’ -সুনানে তিরমিজি : ৩২৯২

অন্য বর্ণনায় আছে, ‘যার জন্য দোয়ার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে (যাকে দোয়ার তাওফিক দেওয়া হয়েছে), তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে।’ -সুনানে তিরমিজি : ৩৫৪৮

দয়াময় আল্লাহর দরবারে একাগ্রচিত্তে কাকুতি-মিনতিসহ দোয়া করলে কবুল হয়। কায়মনোবাক্যে বিনয়ের সঙ্গে দোয়া না করলে তা কবুল হয় না। এখানে দোয়া কবুলের কিছু সময় ও স্থান সম্পর্কে আলোচনা করা হলো-

১. সুরা ফাতেহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে তা কবুল হয়। -সহিহ মুসলিম : ৮০৬
২. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। -সহিহ মুসলিম : ৬৮২২

হজের স্থানসমূহের কৃত দোয়া তাড়াতাড়ি কবুল হয়

৩. জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৪৪৮
৪. মা-বাবা তার সন্তানের জন্য দোয়া করলে, সেই দোয় কবুল হয়৷ -সুনানে তিরমিজি : ৩৪৪৮
৫. নেককার সন্তানের দোয়া কবুল হয় (বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর)। -সুনানে আবু দাউদ : ২৮৮০
৬. আরাফাতের ময়দানে দোয়া করলে তা কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৫৮৫
৭. বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। -সুরা নমল : ৬২
৮. সেজদায় দোয়া করলে তা কবুল হয় (তবে সেজদায় আরবিতে দোয়া করতে হবে)। -সুনানে নাসায়ি : ১০৪৫
৯. হজের স্থানসমূহের কৃত দোয়া তাড়াতাড়ি কবুল হয়। যেমন- আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনা...। -ইবনে মাজাহ : ২৮৯২

১০. হজ পালন করা অবস্থায় হাজির দোয়া কবুল হয়। -ইবনে মাজাহ : ২৮৯৩
১১. ওমরাহ করার সময় ওমরাহকারীর দোয়া কবুল হয়। -সুনানে নাসায়ি : ২৬২৫
১২. আজানের পর ইকামতের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ২১০
১৩. দুশমনের মোকাবেলার (যুদ্ধ) দোয়া করলে দোয়া কবুল হয়। -সুনানে আবু দাউদ : ২৫৪০
১৪. বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে তা কবুল হয়। -সুনানে আবু দাউদ : ২৫৪০
১৫. শেষ রাতের দোয়া অর্থাৎ তাহাজ্জুদের সময়কার (রাতের শেষ তৃতীয়াংশ) দোয়া কবুল হয়। সহিহ বোখারি : ১১৪৫

১৬. জুমার দিন (সারাদিন ও রাত) দোয়া কবুল হয়, বিশেষ করে দুই খুতবার মধ্যবর্তী সময় ও আসরের শেষ দিকে মাগরিবের আগে তালাশ করার জন্য নির্দেশ আছে। -সুনানে নাসায়ি : ১৩৮৯
১৭. লাইলাতুল কদরের রাতের দোয়া কবুল হয়। -সহিহ বোখারি ও মুসলিম
১৮. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয়। -সহিহ মুসলিম : ৬৬৮
১৯. ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া করলে কবুল হয়। -সুনানে তিরমিজি : ৩৪৯৯
২০. মুসাফিরের দোয়া কবুল হয় (সফর অবস্থায়)। -সুনানে তিরমিজি : ৩৪৪৮
২১. রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় (রোজা অবস্থায়)। -ইবনে মাজাহ : ১৭৫২
২২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। -সুনানে তিরমিজি : ২৫২৬

২৩. দোয়ায়ে ইউনুস পাঠ করে দোয়া করলে তা কবুল হয়। -সহিহ তিরমিজি : ৩৫০৫
দোয়া ইউনুস হলো- লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ জোয়ালিমীন।

২৪. ইসমে আজম পড়ে দোয়া করলে তা কবুল হয়। -ইবনে মাজাহ : ৩৮৫৬
ইসমে আজম হলো- আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতা ওয়াহদাকা লা-শারিকা লাকাল মান্নান। ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ্বি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুম। -নাসায়ি : ১৩০০

হাদিসে মোট তিনটি ইসমে আজম এসেছে, এর যেকোনো একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচলিত।

২৫. বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং (আল্লাহুম্মা আজিরনী ফি মুসিবাতি ওয়াখলিফলি খাইরাম মিনহা) তখন দোয়া কবুল হয়। -মিশকাতুল মাসাবিহ : ১৬১৮

২৬. জমজমের পানি পান করার পর দোয়া করলে তা কবুল হয়। -ইবনে মাজাহ : ৩০৬২
দু্ই হাত তুলে দোয়া করা, কারণ আল্লাহতায়ালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। -সুনানে আবু দাউদ : ১৪৮৮

আল্লাহতায়ালা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তওফিক দিন এবং সবার দোয়া কবুল করে নিন। আমিন!

এ সম্পর্কিত আরও খবর