রাতে ঘুমানোর আগের ৭ আমল

আমল, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-31 21:28:38

রাতে ঘুমানোর আগে এই ৭টি আমল করুন। ইসলামি স্কলাররা বলেছেন, এই আমলগুলো দ্বারা দুনিয়া ও আখেরাতে অনেক ফায়দা হাসিল হয়। আমলগুলো হলো-

❏ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারারাত তার নিকটে যাবে না।’ -সহিহ বোখারি : ২৩১১

❏ হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসুলু…) তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে।’ -সহিহ বোখারি : ৪০০৮

❏ নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘রাতে (কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন, অর্থাৎ সুরা কাফিরুন) তেলাওয়াত করা খুবই উপকারী।’ -সহিহ তারগিব : ৬০২

❏ একদা হজরত রাসুলুল্লাহ (সা.) তার সাহাবিদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে? বিষয়টি অনেকের কাছে ভারী মনে হলো। বলল, এ কাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসুল? তখন তিনি (সা.) বললেন, সুরা ইখলাস হলো- এক তৃতীয়াংশ কোরআন।’ -সহিহ বোখারি : ৫০১৫

❏ হজরত রাসুলুল্লাহ (সা.) যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত তার গালের নীচে রাখতেন, তারপর এ দোয়াটি বলতেন- আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ : হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো।’ -সহিহ বোখারি : ৬৩২৪

❏ প্রিয় নবী (সা.) হজরত আলী (রা.) এবং হজরত ফতেমা (রা.) কে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দেবো না; যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে- তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। -সহিহ বোখারি : ৩৭০৫

❏ নবী কারিম (সা.) বলেন, যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাজি বিইয়াদিহিল মুলক (সুরা মূলক) পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। -সুনানে তিরমিজি : ২৮৯০

আল্লাহতায়ালা সবাইকে এসব আমল পরিপূর্ণভাবে পালনের তওফিক দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও খবর