করোনার এমন সঙ্কটাপূর্ণ মুহূর্তে সতর্কতামূলক পদক্ষেপগুলোকে এড়িয়ে চলা কিংবা বর্জন করা কোনো সাহসী কাজ নয়, বরং এটি চূড়ান্ত পর্যায়ের গাফিলতি।
রোববার (৭ জুন) করোনা নিয়ে সর্বশেষ টুইটে মানুষকে এভাবেই সতর্ক করলেন বিশ্ববিখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি।
পাকিস্তানের প্রখ্যাত এই আলেম করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা দিচ্ছেন প্রায় প্রতিদিনই। এরই ধারাবাহিকতায় সর্বশেষ টুইটে তিনি বলেন, করোনা এটি আল্লাহপ্রদত্ত কিংবা মানবসৃষ্ট হোক, বাস্তবেই এটি রোগ। যা দিন দিন বেড়ে চলছে। এমতাবস্থায় সর্বপ্রকার গুজব পরিহার করে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। এমন সঙ্কটকালে ডাক্তাররা জীবনবাজি রেখে চিকিৎসাসেবা প্রদান করছেন, তাদেরকে দোষারোপ করা চূড়ান্ত পর্যায়ের অকৃতজ্ঞতা।
৭৭ বছর বয়সী প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব তাকি উসমানি হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। ‘মিজান ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে সর্বপ্রথম তিনি ইসলামি ব্যাংকিং চালু করেন। তিনি আন্তর্জাতিক ফিকহ একাডেমির (ওআইসির একটি শাখা সংস্থা) স্থায়ী সদস্য। আরবি, উর্দূ এবং ইংরেজি ভাষায় তাকি উসমানি প্রায় ৫০টিরও বেশি বই লিখেছেন।
অনুবাদ: মহিউদ্দীন খান তানজীম, শিক্ষার্থী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা