রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকার অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে অভিযান চালিয়ে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ থকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করার অপরাধে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মাতুয়াইল, ডেমরা, ঢাকাকে নগদ - ৪ লাখ ৫০ হজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতাল ডেমরা, ঢাকাকে নগদ-২ লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোম, ডেমরা, ঢাকা নগদ- ২ লাখ টাকা করে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ লাখ ৫০ হজার টাকা জরিমানা প্রদান করেন।
দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের নিকট হতে সেবার নামে প্রতারনা করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।