রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়ে গেছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রায়ের নতুন দিন দেন আগামী ২৮ অক্টোবর।
আজ রায় ঘোষণার কথা ছিলো। আলোচিত এই হত্যা মামলার রায় এ নিয়ে দশবারের মতো পেছাল। নিহত শাহিন শাহ রাজশাহী নগরীর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি।
বার বার রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত শাহিন শাহ’র ভাই নাহিদ আক্তার নাহান। তিনি বলেন, প্রকাশ্যে দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। সাক্ষীরা সেই সাক্ষ্য দিয়েছেন। এখন কেন বার বার রায়ের দিন পিছিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। আমরা চাই দ্রুতই মামলার রায় ঘোষণা করা হোক। আমরা ভাই হত্যার বিচার চাই।
মামলার রায় বার বার পিছিয়ে যাওয়ার বিষয়ে কোন মন্তব্য করতে চাননি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম। তিনি বলেন, এটা আদালতের বিষয়। আমি কোন মন্তব্য করতে পারব না।