নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীর কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-04 18:15:45

রাজধানীর রামপুরা থানার নাশকতার এক মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে এবং ধানমন্ডি থানার আরেক নাশকতার মামলায় বিএনপির ২ কর্মীকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন পৃথক দুই ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রামপুরা থানার নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফয়েজ আহমেদ ফরু, আবুল মেছের, হেলাল কবির হেলু, আলম, শোভন, কামাল হোসেন দুলু ওরফে মাওরা দুল, নাফিদ সারোয়ার তন্ময়, আশরাফুল আরিফ ওরফে ডন, মশিউর রহমান ওরফে মশু, রেজাউল করিম ওরফে রাজু, মাইন উদ্দিন আহম্মেদ তুহিন, মির্জা হাসান ইমাম বুলু, আহম্মদ আলী চৌধুরী ও দিদারুল ইসলাম ওরফে।

রায়ের এক ধারায় তাদের দুই বছর এবং আরেক ধারায় এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে রামপুরা থানার মামলাটি দায়ের করা হয়।

ধানমন্ডি থানার আরেক নাশকতার মামলায় বিএনপির ২ কর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই নেতাকর্মী হলেন- ইমাম হোসেন ও হুমায়ুন কবির।

এ সম্পর্কিত আরও খবর