পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেকমন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম জেনিক ও ছেলে আবরার তপন ইসলাম জেনিল এবং সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব আদেশ দেন।
দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা পরিবারসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জ্যাকব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন
২০২৪ সালের গত ১ অক্টোবর আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
অন্যদিকে, ছেলেসহ সাবেকমন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক নাজমুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও ও তার ছেলে জাকির হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক। এতে কমিশনের অনুমোদন রয়েছে।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সাবেক সরকার সংশ্লিষ্টদের নামে মামলা হতে শুরু করে। সেইসঙ্গে আটক ও গ্রেপ্তার হতে শুরু করেন সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতারা, যার ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে একে একে গ্রেপ্তার হন আব্দুল্লাহ আল জ্যাকব, শাহাব উদ্দিন, সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনিসহ অন্যরা।