আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম আসামি মঞ্জুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৮ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস'র এক আত্মীয়ের বাসা থেকে এবি পার্টির সদস্য সচিব মঞ্জুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে দলটি। পরে ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।