ঢাকা আইনজীবী সমিতির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-01 13:42:01

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতির নিচতলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সিনিয়র আইনজীবী কাজী নজিবউল্লাহ হিরু এ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, সাইদুর রহমান মানিক, আবদুল বাতেন, মিজানুর রহমান মামুন, গাজী শাহআলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু, গোলাম কিবরিয়া জোবায়েরসহ আওয়ামীপন্থী আইনজীবীরা।

সিনিয়র আইনজীবী কাজী নজিবউল্লাহ হিরু বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানকে কালো ব্যাজ পরানোর মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়। বক্তারা ১৯৭৫ সালের ভয়াবহ ১৫ আগস্টের কথা স্মরণ করে বাংলাদেশ গঠনে আগে ও পরে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।

আইনজীবী হিরু বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের ওপর ভর করে ঢাকা আইনজীবী সমিতি উত্তপ্ত করা হলে তা প্রতিহত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর