প্রতারণা মামলায় সাবেক এমপি এমএ আউয়ালের জামিন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার এক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত আপসের শর্তে এক হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান তাকে আদালতে হাজির করে মামলার তিন দিন রিমান্ডের আবেদন করেন। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

ওই সময় মামলার বাদী রাজীব কায়সার আদালতে হাজির হয়ে বলেন, আমাদের মধ্যে আপস হয়ে গেছে। তিনি জামিন পেলে তার কোন আপত্তি নেই। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপাটি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন।

মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেন আসামি।

এই ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে এ মামলা করেন।