সারাদেশে ৬৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-03 22:47:04

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গ্রেফতারকৃতদের মধ্যে আরও ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। শনিবার (৩ আগস্ট) সারাদেশের আদালতের মাধ্যমে তারা জামিন পায়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।

জামিনপ্রাপ্তদেরে মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৬, রাজশাহী বিভাগে ১৫, খুলনা বিভাগে ৪, রংপুর বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী গ্রেফতার নেই।

এর আগে শুক্রবার (২ আগস্ট) ঢাকায় গ্রেফতার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকেসহ দেশে বিভিন্ন জেলার পরীক্ষার্থী শিক্ষার্থীদের জামিন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

এ সম্পর্কিত আরও খবর