ঢাকার বনানীস্থ সেতু ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলাসহ কোটা আন্দোলনে দায়ের করা নাশকতার শতাধিক মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ হাজারো আসামি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিচারকেদের সাথে বিএনপিপন্থি আইনজীবী নেতৃবৃন্দের বৈঠকের পর কোটা আন্দোলনে গ্রেফতারকৃতদের জামিনের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গ্রেফতার হাজারো আসামির জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।
শুনানি শেষে বিচারকগণ তাদের জামিন মঞ্জুর করেন। অন্যকোন মামলা না থাকলে মঙ্গলবারই তারা কারামুক্ত হতে পারেন।
১ আগস্ট ঢাকার বনানীস্থ সেতু ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ৩ দিনের রিমান্ডে পাঠায় আদালত।