দীর্ঘদিনের ক্ষোভের আগুনে পুড়লো বঙ্গবন্ধুকে নিয়ে লেখা লক্ষাধিক টাকার বই। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এসব বই পুড়িয়ে দেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সকাল সাড়ে ৯টায় থেকেই বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতে ভাঙচুর চালায়। তারা সভাপতি, সেক্রেটারি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী আইনজীবী নেতা অ্যাডভোকেট কাজী নজিবউল্লাহ হিরুসহ কয়েকটি চেম্বারে ভাঙচুর চালায়।
এ সময় সভাপতি, সেক্রেটারি ও আইনজীবী হিরুর চেম্বারে থাকা বঙ্গবন্ধু বিষয়ক শতাধিক বই সমিতির নিচে এনে আগুন ধরিয়ে দেয়।
তারা বারের সব অফিস রুম হতে বঙ্গবন্ধু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগ নেতাদের কক্ষও ভাঙচুর করা হয়। অফিস কক্ষের দেয়ালে টাঙ্গানো আওয়ামী লীগ নেতাদের ছবিও ভাঙচুর করে।
দুপুর ২টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা যায়।