বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এরপর জামিনের আদেশ ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে সন্ধ্যায় তিনি কারামুক্ত হন।
বিএনপিপন্থি আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন ও মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১ জুলাই থেকে গ্রেফতার আসামিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার হাজারেরও অধিক কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়।