যে কারণে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-10 20:44:04

ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিক্ষোভের মুখে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আর্থিক প্রতিষ্ঠানসহ বহু প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক।

তারই ধারাবাহিকতায় শনিবার (১০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে ওবায়দুল হাসান লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো, রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’

শনিবার সকালে আপিল বিভাগের ফুল কোর্ট সভা ডাকেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি। জুডিশিয়াল ক্যু হবে সন্দেহে উক্ত ফুল কোর্ট সভার প্রতিবাদে বিক্ষোভ ও সুপ্রিম কোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিএনপি জামায়াতপন্থি আইনজীবীরা।

আন্দোলনের মুখে ফুল কোর্ট সভা ডেকে তা বাতিল করলেও প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে তারা। দুপুর ১টার মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর