সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার হওয়া দরকার।
রোববার (১১ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
অ্যাটনি কার্যালয়ের কর্মকর্তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এখন থেকে মামলা চলবে নিজস্ব গতিতে।
শিগগিরই আদালতের কার্যক্রম শুরুর প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের।