আদালতের কাঠগড়ায় কথা না বলে ইশারায় নেতাকর্মীদের আশ্বস্ত করলেন সাবেক নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ১৪ বছরের কিশোর মোতালেব হত্যা মামলায় শাজাহান খানকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মাহবুব আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেল ৪ টা ৪ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তিনি হাসি মুখে কাঠগড়ায় দাঁড়ান। তারপর তিনি আদালতে উপস্থিত নেতাকর্মীদের ইশারাশ ও হাত নেড়ে আশ্বস্ত করেন। পরে বিকেল ৪ টা ২৩ মিনিটে বিচারক এজলাসে উঠেন।
শাজাহান খানের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, মানবিক দৃষ্টিতে শাহজাহান খানের রিমান্ড বাতিল চেয়ে জামিন চাচ্ছি। তিনি ৮ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার শুরু করে। শাজাহান খানের আইনজীবী বলেন, তার হাটের ৫ টা ব্লক ধরা পড়েছে। ৯০ শতাংশ ব্লক রয়েছে। হাটে রিং ও পরানো হয়েছে। এরপর আবারও বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার শুরু করলে, আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।