বগুড়ায় হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুকান্ত সাহা এ নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।
এদিকে, আদালত থেকে পুলিশ ভ্যানে কারাগারে নেওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীরা সজীবকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় সজীব সাহাকে কারাগারে নিয়ে যান।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, বেলা ১২টায় সজীব সাহাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতে নেওয়া হয়। পরে সদর থানায় ২২ আগস্টে দায়ের করা হত্যা মামলার শুনানিতে তার অনুপস্থিতিতে জামিন আবেদন কেউ করেনি। তবে পরে রিমান্ড আবেদন আসতে পারে।
এর আগে, রোববার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে সজীব সাহাকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।