বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক সাত মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার ছয় মামলায় বিভিন্ন মেয়াদে ও নিউমার্কেট থানার এক মামলায় ১০ দিন রিমান্ড আবেদন করে পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত যাত্রাবাড়ির ছয় ও নিউমার্কেট থানার এক মামলায় মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোট ৫৬ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিলেন আদালত।
এর আগে রাজধানীর একাধিক থানার বিভিন্ন মামলায় ১৮ দিন রিমান্ডে নেওয়ার আদেশ হয়েছিল।
রাষ্ট্রপক্ষে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান ও বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।