রাজাকারের তালিকায় নাম: জড়িতদের বিচার চান চিফ প্রসিকিউটর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 01:41:04

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। তালিকা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি খুশি। মুক্তিযুদ্ধের চেতনা আরও গভীরভাবে ধারণ করতে হবে। মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধীরা আছে কি না তা খুঁজে বের করতে হবে।

ট্রাইব্যুনাল থেকে যারা সাজা পেয়েছেন তাদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা মন্ত্রণালয়ে আছে কি না, সে প্রশ্নও রাখেন তিনি। একইসঙ্গে বলেন, দায়িত্ব পালন করতে না পারলে সরে যাওয়া উচিত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে গত ১৫ ডিসেম্বর। ওই তালিকায় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নাম আসলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বুধবার স্বরাষ্ট্র, আইন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তার নাম বাদ দিতে আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর