গ্রীষ্মের বিকেলে মেলন শেক একটি আকর্ষণীয় পানীয় হতে পারে। বয়স্ক থেকে শুরু করে শিশু সবার পছন্দের তালিকায় থাকবে পানীয়টি। সহজ এই পানীয়টি আপনিও তৈরি করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরী করবেন-
হাফ কাপ টুকরো করে কাটা মেলন
এক টুকরো আদা
১ টেবিল চামচ মধু
১ মুষ্টি চেরি
১ কাপ বরফ কিউব
২ কাপ দই
২ কাপ জল
২ স্প্রিজ তুলসী
একটি ব্লেন্ডারে মেলন, আইস কিউব, আদা, দই এবং মধু একত্রিত করুন। মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এবার পানি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তুলসী পাতা এবং চেরি দিয়ে সাজিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ভীষন মজার মেলন শেক।