নিয়মিত সাবান দিয়ে চশমার কাচ পরিষ্কার করলেও লাভ হচ্ছে না মোটেই? না হওয়ারই কথা। তার কারণ বাড়িতে আমরা যে সব সাবান ব্যবহার করি তার প্রত্যেকটিতেই নানা মাত্রায় ময়েশ্চারাইজার বা গ্লিসারিন থাকে ত্বক নরম রাখার জন্য।
ফলে চশমার কাচ ঝকঝকে পরিষ্কার হওয়ার জায়গায় তেলতেলে হয়ে যায়। তাই চশমার গ্লাসে ময়লা কিংবা স্ক্র্যাচ পড়লে পরিষ্কার করে ফেলুন ঝটপট।
জেনে নিন কীভাবে বিভিন্নভাবে পরিষ্কার করবেন চশমার কাঁচ-
১. এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।
২. কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।
৩. আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।
৪. এক টেবিল চামচ বেকিং সোডা ও ১ চা চামচ ভিনেগার মিশিয়ে চশমার কাচে ঘষে নিন। মাইক্রোফাইবার কাপড় কিংবা পাতলা ও নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।