পক্সের দাগ উঠবে নিমিষেই

, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:19:50

কথায় আছে, জীবনে একবার অন্তত প্রত্যেকেরই নাকি পক্স হয়। যা থেকে অনেকেরই গায়ে, মুখে কালো দাগ হয়ে যায়। যা নির্মূল করতে বেশ বেগ পেতে হয়। আজকাল অবশ্য অনেক ওষুধ বেরিয়েছে। আস্তে আস্তে দাগ মিলিয়েও যায়। কিন্তু জানেন কী আপনার ঘরেই এমন অনেক জিনিস আছে, যা পক্সের দাগ সারাতে সাহায্য করে।

সহজে পক্সের দাগ দূর করার উপায়—

মধু ও ওটসের পেস্ট

প্রথমেই তালিকায় আছে মধু। প্রাকৃতিক ময়েশ্চারাইজার রয়েছে মধুতে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি যেকোনো রকম দাগছোপ তুলতে মধুর জুড়ি নেই। সঙ্গে একটু ওটসও রাখুন। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের ওপর লাগান। হালকা করে জায়গা ঘষে নিন। ব্যস আধাঘণ্টা আর ওদিকে তাকাবেন না। আধাঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে নিন।

barta24

লেবুর রসের ম্যাসাজ

বাড়িতে পাতিলেবু থাকে নিশ্চয়ই। তুলোর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন। যেখানে পক্সের দাগ রয়েছে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।

ডাবের পানি

ডাবের পানিতে প্রচুর মিনারেল রয়েছে। সরাসরিই দাগের ওপর লাগিয়ে নিন। হাতেনাতে ফল পাবেন।

অ্যালোভেরা জেল

এটির নাম শুনেই আবার দোকানে ছুটবেন না যেন। ওসবে কাজ হবে না। অ্যালোভেরা পাতা কেটে রস বের করুন। পক্সের দাগে লাগিয়ে হালকা ঘষুন। যতক্ষণ না শুকোচ্ছে, রেখে দিন। দিনে ২-৩ বার এই জেল লাগান।

barta24

বিশুদ্ধ নারিকেল তেল

বিশুদ্ধ নারিকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ উপকারী। দিনে ৩-৪ বার দাগের ওপর লাগান, হালকা ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

এ সম্পর্কিত আরও খবর