চা পাতা নাকি গুঁড়া, বেশি উপকারী কোনটি?

খাদ্য, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-09-01 23:17:46

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়র একটি চা। যারা রং চা খান, তারা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা, না হলে গুঁড়ো চা। তবে যারা কড়া লিকার খেতে পছন্দ করেন তাদের পছন্দ গুঁড়ো চা।

যারা চায়ের সুগন্ধ উপভোগ করতে চান, তারা পছন্দ করেন পাতা চা। কিন্তু এ দু’ধরনের চায়ের শরীরের ওপর প্রভাব কতটা? একটি কী অন্যটির চেয়ে বেশি উপকারী? কী বলছে বিজ্ঞান?

পাতা চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভন, পলিফেনলের মতো যৌগ থাকে। এর মধ্যে গুঁড়া চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ পাতা চায়ের মতোই। বিজ্ঞান কিন্তু বলছে পাতা চা বেশি উপকারী।

barta24
পাতা চা হৃদরোগের আশঙ্কা কমায়। ছবি: সংগৃহীত

কেন পাতা চা বেশি উপকারী জেনে নিন সেটা-

১. পাতা চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা গুঁড়া চায়ের চেয়ে অনেক বেশি। ফলে এটি শরীরকে বেশি মাত্রায় দূষণ মুক্ত করে।

২. পাতা চা হৃদরোগের আশঙ্কা কমায়। গুঁড়া চায়ের এমন কোনও গুণ নেই।

৩. পাতা চা স্নায়ুকে আরাম দেয়। মন শান্ত করে। গুঁড়া চা খুব অল্প পরিমাণে হলেও স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে দেয়।

৪. পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। তাই ঘুম কমায় না এই চা। গুঁড়া চা বেশি পরিমাণে খেলে ঘুমের সমস্যা হতে পারে।

৫. গুঁড়া চা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পাতা চা খেলে তার আশঙ্কা কম।

এ সম্পর্কিত আরও খবর