ফ্যাশন হাউস বিশ্বরঙ দীর্ঘ ২৯ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে। এবার বরিশালে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে নতুন শো-রুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, চিত্র নায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়ক নিরব ও চিত্র নায়ক ইমনসহ বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্বরঙ কর্ণধার ফ্যাসন ডিজাইনার বিপ্লব সাহা।
বিশ্বরঙ বৈশাখ-১৪২৯ এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সারফেসে সৃষ্টির উল্লাসে।
পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। বিশ্বরঙ এ শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতা-পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলো। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড় ।