সময়ের গুণী শিল্পী হাসুরা আক্তার রুমকি এখন গ্রীসের এথেন্সে। সেখানে ক্লাব ফর ইউনেস্কোর আমন্ত্রণে ২ মে ছিলো তাঁর ২য় একক প্রদর্শনীর উদ্বোধনী।
ক্লাব ফর ইউনেস্কো অফ পাইরিয়াস অ্যান্ড আইল্যান্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল "একশন আর্ট ক্লাব" এর আমন্ত্রণে " ফ্রিডম এন্ড পিস" শিরোনামে এই প্রদর্শনীতে তাঁর আঁকা মোট ১৮ টি চিত্রকর্ম স্থান পেয়েছে ।
হাসুরা আক্তার রুমকি জানান, গ্রীসে তাঁর এই প্রদর্শনী চলছে। পার্লামেন্ট মেম্বারসহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন । এবং ক্লাব ফর ইউনেস্কো অফ পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডস এর আয়োজনে ওয়ার্ল্ড পিস ডে-এর এক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । আগামী ২৭ মে তিনি দেশে ফিরবেন ।
কাজের প্রশংসা স্বরুপ তিনি পুরস্কারও পেয়েছেন । পুরস্কার প্রদান করেন গ্রিসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ । প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অব ক্লাব ফর ইউনেস্কো অফ পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডস এবং ইন্টা: অ্যাকশন আর্ট এর সিইও লোননিস মারোনিটিস । উদ্বোধনী অনুষ্ঠানে দ্য কালচারাল সেন্টার ‘আর্গো ’ পার্টিসিয়েটস উইথ ড্যান্সিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা।
উল্লেখ্য, এর আগে হাসুরা আক্তার রুমকির ‘সেলফ অ্যান্ড আদার্স’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে দারুণ প্রশংসা পায়।