দেশে ক্রমেই বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। ক্যানসারের পূর্ব লক্ষণগুলো অনেক সময় আগেভাগে শনাক্ত করা যায় না। যখন বোঝা যায়, ততক্ষণে হয়তো শরীরে জাঁকিয়ে বসেছে এই মরণব্যাধি। বিভিন্ন ক্যানসারের ক্ষেত্রে উপসর্গের ক্ষেত্রেও বিভিন্নতা দেখা যায়। তাই বাড়তি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। ক্যানসারের কিছু পূর্ব লক্ষণ চোখেও দেখা দেয়।
ফুসফুসে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখে ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো কয়েকটি চোখ সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। শুধু ফুসফুসে টিউমার নয়, কোলন ক্যানসারের ক্ষেত্রেও এই উপসর্গগুলো দেখা দিতে পারে।
>> চোখ লাল হয়ে যাওয়া
>> ঘন ঘন চোখ চুলকানো বা জ্বালা করা
>> চোখ থেকে অবিরাম পানি পড়া
>> ঝাপসা দৃষ্টি
>> চোখে ব্যথার মতো সমস্যাগুলো স্তন ক্যানসারের অন্যতম কয়েকটি উপসর্গ।
মূলত চোখের এই সমস্যাগুলো যে কারণে হয় চিকিৎসার পরিভাষায় তার নাম ‘অরবিটাল মেটাস্টেসিস’। চোখের চারপাশের বিভিন্ন কোষেও ক্যানসার ছড়িয়ে পড়তে পারে। ফুসফুস, স্তন ও প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে চোখে এই উপসর্গগুলো দেখা দেওয়ার আশঙ্কা প্রবল। অনেকেই চোখের এই লক্ষণগুলো এড়িয়ে যান। চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ করেই যদি এই ধরনের লক্ষণ চোখে দেখা দিতে শুরু করে, তাহলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে।