চোখে চোখ রাখা জরুরি কেন জানেন?

, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:49:01

যে কোনও সম্পর্কের ভিত মজবুত করতে চোখের ভূমিকা সবথেকে বেশি। সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ— সব গড়ে তুলতে পারা যায় চোখ দিয়েই। দুজন মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 চলুন জেনে নেওয়া যাক, চোখে চোখ রাখা জরুরি কেন?

যোগাযোগ
যে কোনও সম্পর্কের শুরুই হয় যোগাযোগের মাধ্যমে। মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করতে পারে। যোগাযোগ আরও নিবিড় হতে পারে চোখের চাহনিতে।

বিশ্বাস
অনেকেই বিশ্বাস করেন, চোখ মিথ্যার আশ্রয় নিতে পারে না। তাই চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কে বিশ্বাসযোগ্যতাও বাড়ে।

ধৈর্য
একান্তে দুজন মনের কথা বলবেন। কিন্তু চোখে চোখ থাকবে না, তা কী করে হয়? শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনতে গেলেও চোখে চোখ রাখার প্রয়োজন রয়েছে।

ঘনিষ্ঠতা
শারীরিক এবং মানসিক ভাবে ঘনিষ্ঠ হতেও চোখের গুরুত্ব রয়েছে। চোখ এমন একটি অঙ্গ, যার মাধ্যমে দুজন ভিন্ন মানুষের ঘনিষ্ঠতা আর গাঢ় হয়ে উঠতে পারে।

আকর্ষণ

দুজন মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে চোখ। কোনও মানুষের প্রতি আপনার কেমন অনুভূতি, তা-ও বলে দিতে পারে চোখ।

এ সম্পর্কিত আরও খবর