এই গরমের সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। মানুষের মতো গরমে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে হয় প্রাণীদেরও। শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্ত বোধ করার মতো লক্ষণ প্রাণীদের মধ্যেও দেখা দেয়।
ফলে অনেকের পোষা প্রাণী হিটসে্ট্রাকে আক্তান্ত হচ্ছে। এই ধরণের সমস্যা এড়াতে নিজেদের পাশাপাশি পোষা প্রাণীর দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা জরুরি।
১. পানি জাতীয় খাবার খাওয়ানোর পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার দিকে নজর দিতে হবে।
২. এই সময় পোষা প্রাণীকে নিয়মিত গোসল করানো উচিত। গায়ের বড় লোম ছোট করে কেটে রাখতে পারলেও ভাল হয়।
৩. বাইরে নিয়ে বের হওয়ার অভ্যাস থাকলে রোদে না বেরোনোই ভালো। তবে রাতের দিকে কিছুক্ষণ বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেন।
৪. প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। গরমে অতিরিক্ত কসরত না করানোই ভালো।
৫. পোষা প্রাণীদেরও গরমের হাত থেকে মুক্তি পেতে টক দই, চিনি ছাড়া আইসক্রিম, পানির পরিমাণ বেশি থাকে এমন ফল খাওয়ানো উচিত।
অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে পোষা প্রাণীর হঠাৎ যদি শরীর খারাপ হয়ে যায়, সে ক্ষেত্রে অবশ্যই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।