যেসব উপায়ে পুরোনো কাঠের আসবাবপত্র হবে নতুনের মতো

, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:30:04

কাঠের আসবাবপত্রের শখ কার না থাকে। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে পুরোনো আসবাব ঘরে আর ভালো লাগে না। মিস্ত্রি ডেকে পালিশ করে নিতে চাইলে খরচের ঝক্কিও পোষায় না। অন্দরসজ্জা বিশেষজ্ঞরাই এই সমস্যা থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন। তারা বলছেন ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই পুরোনো কাঠের আসবাবে নতুনের জেল্লা ফিরিয়ে আনা সম্ভব।

মাজন

পুরনো কাঠের টেবিল নতুনের মতো করতে ব্যবহার করতে পারেন দাঁত মাজার মাজন। সুতির শুকনো কাপড়ে বেশ কিছুটা মাজন নিয়ে টেবিলের উপর ঘষে নিন। যত ক্ষণ না দাগ উঠে যায়, তত ক্ষণ ঘষতে থাকুন। বর্ষাকালে কাঠের আসবাবের উপর ধুলো পড়লে মাজনের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন।

পেট্রোলিয়াম জেলি

পুরনো কাঠের আসবাবে নতুনের মতো জেল্লা দিতে পারে পেট্রোলিয়াম জেলি। কাঠের গায়ে কোনও দাগ থাকলে তা উঠে যাবে। আবার পালিশের বদলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে তা হয়ে উঠবে নতুনের মতো।

মেয়োনিজ

বাড়িতে রাখা মেয়োনিজ পুরনো হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে তাই দিয়েই কাঠের আসবাব চকচকে করে ফেলতে পারেন। কাঠের আসবাবের গায়ে মেয়োনিজ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

এ সম্পর্কিত আরও খবর