আমরা সাধারণত ঘরে বসেই চুলের পরিচর্যা করে থাকি। এজন্য চুলের যত্নে প্রায়ই বিভিন্ন ঘরোয়া উপকরণ দিয়ে হেয়ার প্যাক বানানো হয়। তবে ঘরোয়া হেয়ার প্যাক বলতে বেশিরভাগ ব্যবহার করেন মেহেদি পাতা।
তবে, মেহেদি পাতাও চুলকে রুক্ষ করতে পারে। কারণ ইদানিং অনেকেই চুলে কালার, কেরাটিন স্মুথিং, রিবন্ডিং করে থাকেন। ফলে মেহেদি পাতা ব্যবহার করতে পারেন না। যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য বিকল্প সজনে পাতা!
আমরা জানি, সজনে পাতার অনেক গুণ। কেউ কেউ ওজন কমাতে সজনে পাতার ব্যবহার করেন। এই পাতায় রয়েছে- ফলিক অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সিক্স,ভিটামিন এ, ভিটামিন ই। এছাড়াও চুলের উজ্জ্বলতা ফেরাতে সজনে পাতার কোনও জুড়ি হয় না। চুল পড়া কমাতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে সজনে পাতা। ভিটামিন এ সমৃদ্ধ সজনে পাতা চুল ও স্ক্যাল্প সুস্থ রাখে। চুল পড়া কমায়।
এখন জেনে নেই সজনে পাতার ব্যবহার
-
সজনে পাতা বেটে বা পেস্ট করে টকদই , ডিমের সাদা অংশ সাথে একটু মধু মিশিয়ে ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি রুক্ষ চুলকে নরম, কোমল করবে।
-
সজনে পাতার গুড়া সঙ্গে ভালো করে মিশিয়ে নিন রাইস ওয়াটার, মধু, টকদই তাহলে ভালো ফল পাবেন।
-
অ্যালোভেরা জেল, লেবুর রস, মেথি গুড়া সাথে সজনে পাতা ব্যবহার করলে চুল ওঠা বন্ধ করে চুলের গোড়া শক্ত করবে।
-
কিছু সজনে পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে একটু ক্যাস্টর অয়েল মেশালে হেয়ার টোনারের কাজ করবে।
-
চুল পড়া কমাতে ব্যবহার করুন সজনের পাতার হেয়ার মাস্ক। টাটকা সজনে পাতা পিষে নিয়ে নারকেল তেলের সঙ্গে মেশান। চুল এবং স্ক্যাল্পে ভালো ভাবে লাগান এই হেয়ার মাস্ক। আধ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে ফেলুন।
-
নারিকেল তেল, জোজোবা অয়েল এবং ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে নিন সজনে তেল। এরপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।