ঘন কুয়াশার কারণে ফ্লাইটে বিলম্ব হচ্ছে। যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে প্লেন না উড়লে অনেকটা সময় বিমানবন্দরেই কাটাতে হয়। তাই বিরক্তি না হয়ে বরং সেই সময়টা কাজে লাগান। কী কী করতে পারেন?
নিজেকে সময় দিন
প্লেন যদি ছাড়তে দেরি হয় তা হলে স্পা করিয়ে নিতে পারেন। ব্যস্ততম জীবনে আলাদা করে স্পা করাতে যাওয়ার সময় থাকে না। তাছাড়া বাইরে কোথাও যাওয়ার আগে একটা স্পা করিয়ে নিলে মন্দ হয় না। তাতে সময়টাও কাটবে।
শপিং করতে পারেন
বিমানবন্দরে ছড়িয়ে-ছিটিয়ে প্রচুর দোকান আছে। প্লেন ছাড়তে দেরি হলে টুকটাক কেনাকাটা সেরে নিতে পারেন। শপিং করলে অপেক্ষার ক্লান্তিও খানিকটা কেটে যাবে। আবার সময়টাও ফালতু নষ্ট হবে না।
খাবারের দোকানগুলো ঘুরে দেখা
খাদ্যরসিকদের কাছে এই কাজটি অত্যন্ত লোভনীয়। বিমানবন্দরের ভিতরে মোটামুটি খাবারের মেলা বসে। ফাঁকা সময়ে সেই দোকানগুলোতে খানিক ঢুঁ মেরে আসতে পারেন।