পছন্দসই এবং ঘরের রঙ ও আসবাবের সঙ্গে মিলিয়ে কার্পেট কেনা বেশ ঝক্কির ব্যাপার। সেই সঙ্গে ঘরে কার্পেট ঠিকঠাকভাবে সেট করাও খুব একটা সহজ নয় মোটেও।
দুর্ঘটনাবশত যেকোন সময়েই চুইংগাম আটকে যেতে পারে প্রিয় কার্পেটটাতে। আর কে না জানে, আঠালো চুইংগাম কোথাও লেগে গেলে কোনভাবেই তা সম্পূর্ণ ওঠানো যায় না। কার্পেটে চুইংগাম লেগে গেলে ওঠানোর চেষ্টা করলে সেটা আরও ছড়িয়ে গিয়ে কদাকার আকার ধারণ করে।
তবে নিয়ম জানা থাকলে খুব সহজেই কার্পেট থেকে চুইংগাম তুলে ফেলা যাবে কোন ঝামেলা ছাড়াই। এমনকি কার্পেটে চুইংগাম ছড়াবেও না। এর জন্য প্রয়োজন হবে ৩-৪টি আইস কিউবের।
কার্পেটের যে স্থানে চুইংগাম লেগেছে, সেখানে আইস কিউব সময় নিয়ে ঘষতে হবে। এতে করে চুইংগাম শক্ত হয়ে সহজেই কার্পেট থেকে উঠে আসবে। ভালোমতো বরফ প্রয়োগ করতে পারলে চুইংগাম শক্ত হয়ে কয়েক অংশে ভেঙে উঠে আসবে।
তবে সময় নষ্ট করতে না চাইলে একটি কাপড়ে কয়েকটি আইস কিউব বেঁধে চুইংগামের উপরে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এই সময়ের মাঝেই চুইংগাম শক্ত হয়ে নিজ থেকেই ভেঙে যাবে।
আরও পড়ুন: ঝকঝকে কার্পেট!
আরও পড়ুন: খুলছে না জারের ঢাকনা?