মজাদার স্মুদি মানেই প্রচুর পরিমাণ চিনিতে তৈরি অস্বাস্থ্যকর পানীয়। এমনটাই ভেবে নেই আমরা। অথচ স্মুদি তৈরির ট্রিক্স জানা থাকলে একদম স্বাস্থ্যকর উপাদানে চিনিবিহীনভাবেই মুখরোচক ও মিষ্টি স্মুদি তৈরি করা সম্ভব।
এমন স্মুদি তৈরি করতে চাইলে আজকের রেসিপি থেকে দেখে নিন কীভাবে তৈরি করবেন খেজুর ও ছোলার স্মুদি।
১. দুইটি পাকা কলা কুঁচি। (ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করা)
২. দুইটি খেজুর। (ফ্রোজেন)
৩. ১/৩ কাপ সিদ্ধ ছোলা।
৪. ২-৩ টেবিল চামচ পিনাট বাটার।
৫. ২ টেবিল চামচ চিনিবিহিন কোকোয়া পাউডার।
৬. ১/২ কাপ আমন্ড মিল্ক।
৭. এক চিমটি লবণ।
১. ব্লেন্ডারে ফ্রোজেন কলা, ফ্রোজেন খেজুর, সিদ্ধ ছোলা, পিনাট বাটার ও কোকোয়া পিনাট দিতে হবে। এতে প্রথমে অল্প পরিমাণ আমন্ড মিল্ক দিয়ে ব্লেন্ড করে ঘন ও ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে এবং পরবর্তিতে বাকি আমন্ড মিল্ক দিয়ে ব্লেন্ড করতে হবে।
২. ব্লেন্ড করা হয়ে গেলে স্বাদ ও পছন্দ অনুযায়ী এতে জিনিস দিতে হবে। যেমন- মিষ্টিভাব পছন্দ হলে খেজুর, ঘন করতে চাইলে কলা, বাদামের স্বাদ আনতে পিনাট বাটার ও চকলেটের স্বাদ পছন্দ হলে কোকোয়া পাওডার। সর্বশেষ বারের মতো ব্লেন্ড করার সময় এক চিমটি পরিমাণ লবণ মিশিয়ে ব্লেন্ড করে ১৫ মিনিট ফ্রিজে রেখে এরপর পরিবেশন করতে হবে।
আরও পড়ুন: ডেঙ্গুতে উপকারী পাঁচ পদের জুস
আরও পড়ুন: তিন উপাদানে ডিটক্সিফাইং পানীয়