নেইল আর্ট বা পেইন্ট একদিকে যেমন আনন্দদায়ক, তেমনই চমৎকার সময় কাটানোর উপায়ও বটে। সাজসজ্জার এই ধরণটিতে সময়ের চাহিদা ও ঢঙের সাথে বদলায় নকশাতে বদল নিয়ে আসে। ঘরে বসে থাকার এই সময়টিতে অনেকেই বিরক্ত হচ্ছেন, একঘেয়ে অনুভব করছেন। এ সময়কে রঙিন করে তোলার জন্য নেইল আর্ট হতে পারে খুবই দারুণ উপায়।
এ সময়ের ট্রেন্ডি নেই আর্ট হল মিনিমালিস্ট ও পলকা ডটের নকশা। ওয়াটার কালার নেইলপলিশের সাথে সামান্য কিছু রঙের ছোঁয়া ও কয়েকটি ফোঁটাই নখকে দারুণ আকর্ষণীয় করে তুলতে পারে। আজকের ফিচারে এমন আটটি নকশার সাথে পরিচয় করিয়ে দেওয়া হল