হুটহাট মিষ্টি খাবার খেতে ইচ্ছা হলে হাতের কাছে থাকা কেক কিংবা দোকানের মিষ্টিতে মন ভরে না। এ সময়ে পোলাও চালের মম গন্ধের সাথে গুঁড়ের মিষ্টি সুঘ্রাণযুক্ত এক বাটি পায়েশেই মন আটকে যায়। দেখে নিন কীভাবে রাঁধবেন খেজুর গুঁড়ের পায়েশ।
১. এক কাপ পোলাও চাল।
২. তিন কাপ ঘন দুধ।
৩. দুই কাপ হেভি ক্রিম।
৪. চারটি সবুজ এলাচ।
৫. একটি তেজপাতা।
৬. এক মুঠো কিশমিশ।
৭. এক মুঠো কাজু বাদাম।
৮. ৭-৮ টেবিল চামচ খেজুর গুঁড় (মিষ্টি স্বাদের উপর বেশি বা কম হবে)।
১. পোলাও চাল পানিতে ধুয়ে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে।
২. বড় কড়াইতে দুধ ও ক্রিম জ্বাল দিয়ে এতে তেজপাতা দিয়ে বলক আনতে হবে এবং বারবার নাড়তে হবে। নাড়ার মাঝে জ্বাল কমিয়ে দিয়ে দুধ ঘন করে আনতে হবে।
৩. চাল থেকে পানি ছেঁকে চালগুলো দুধে দিয়ে দিতে হবে এবং জ্বাল আরও কিছুটা কমিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেন লেগে না যায়।
৪. এভাবে ১০ মিনিট নাড়ার পর এতে খেজুর গুঁড় ও এলাচ গুঁড়া দিয়ে আরও ১৫ মিনিট নাড়তে হবে।
৫. চাল সিদ্ধ হয়ে দুধ টেনে আসলে এতে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে পরিবেশন করতে হবে খেজুর গুঁড়ের পায়েশ।