সুষ্ঠু নির্বাচনের জন্য সকলেই ঐক্যবদ্ধ

ঢাকা, জাতীয়

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:16:22

দেশে ঐক্য সৃষ্টি হয়ে রয়েছে। আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য সকলেই ঐক্যবদ্ধ। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। কিছু উন্নয়ন হলে তার সুফল জনগণ পায় না, উন্নয়ন চলে যায় কতিপয় মহলের কাছে।

বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বার্তা২৪.কমকে একান্ত ভিডিও সাক্ষাৎকারে দেশের বিভিন্ন বিষয় নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা আরো প্রসারিত হতে পারত। কিন্তু সুশাসনের অভাবে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না।

কিছু দিন আগে দুটি কোটা সংস্কার ও সড়ক শৃংখলা নিয়ে আন্দোলন করে ছাত্র, কিশোর, শিশুরা যা করেছে তাতে সকলের চোখ খুলে যাওয়া উচিৎ। অনেকে ভাবত, এতদিন বিভিন্ন রকম কায়দায় তরুণ সমাজের বিবেককে ভোতা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আনন্দিত, দুটি অরাজনৈতিক আন্দোলন তারা সৃষ্টি করেছে যা সরকারও স্বীকার করেছে।

ডক্টর কামাল নির্বাচনে ইভিএম প্রসঙ্গে বলেন, নির্বাচনের চার মাস আগে ইভিএম বিষয়টি উত্থাপন করা নির্বাচন কমিশনের ঠিক হয়নি। ইউরোপে অনেক দেশ এটি প্রত্যাখান করেছে।

নির্বাচন কমিশনকে কেউ আদেশ করেছে এটি করার জন্য। না হলে চাইলেই তারা ৪ হাজার কোটি টাকা এ খাতে পাচ্ছে কীভাবে?- বলে প্রশ্ন তোলেন বিশিষ্টি এই রাজনীতিবিদ।

তিনি বলেন, বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার অনেক যোগ্য মানুষ আছে। এখানে পরিবারতন্ত্রের কোনো প্রয়োজন নেই।

এ সম্পর্কিত আরও খবর