পঞ্চগড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-30 01:37:56

পঞ্চগড়ের সদর উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলাধীন ধাক্কামারা ইউনিয়নের মীরগড় বাজার এলাকায় তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চন্দ্র বর্মন।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে মীড়গড় বাজারে বাজার তদারকি করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে ওই বাজারে তিন ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, দুপুরে জেলার সদর উপজেলার মীড়গড় বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর