ধৈর্য ধরার আহ্বান মিজান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় কোনো ধরণের উসকানিতে পা না দিয়ে দেশের মুসলমানদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে বলেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উসকানিতে পা দেয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচিন হবে না।