মার্কিন নারী সেনা কর্মকর্তার ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে মিলিয়ন ডলারের গিফট দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী একটি আন্তর্জাতিক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে উপহার দেয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী আন্তর্জাতিক প্রতারক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন ও ৫টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এসব নাইজেরিয়ানকে গ্রেফতার করতে গিয়ে নাজেহাল হতে হয় পুলিশকে। গ্রেফতার ১৫ জনের মধ্যে ৭ জনের পাসপোর্ট নেই। আর একজন স্টুডেন্ট ভিসায় এসেছে। ভিসার মেয়াদ না থাকলেও তারা দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিলেন। এছাড়া বাংলাদেশে আসার পরপরই তারা পাসপোর্ট ফেলে দেয় বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি।
এই প্রতারক চক্রে দু'জন বাংলাদেশি নারী সদস্য রয়েছে। তবে, তারা পলাতক রয়েছে বলে জানায় সিআইডি।