জীবননগর সীমান্তে কোটি টাকার সোনার বার জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

জীবননগর সীমান্তে কোটি টাকার সোনার বার জব্দ

জীবননগর সীমান্তে কোটি টাকার সোনার বার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি সোনার বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির অধীনস্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে মর্মে গোয়েন্দা তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ৬৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের মধ্যে অবস্থান নেয়। সোমবার বেলা দুইটার দিকে একজন চোরাকারবারি বাইসাইকেলযোগে আমবাগানের মধ্যদিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যদিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৪টি সোনার বার জব্দ করে। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১৯৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্যে ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিতে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।