করোনা: কুমিল্লায় টানা দুই দিন আক্রান্তের হার ১০ শতাংশের নিচে

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-27 03:44:51

কুমিল্লায় বৃহস্পতিবার ও শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই দুই দিনে করোনাভাইরাসে আক্রান্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এর মধ্যে বৃহস্পতিবার ২০১টি নমুনার ফল পাওয়া যায়। ওইদিন করোনা শনাক্ত হয় ১৮ জনের। নমুনার ফল পাওয়ার বিপরীতে আক্রান্তের হার ছিল আট দশমিক নয় ছয় শতাংশ।

এদিকে শুক্রবার ফল আসে ১৬৭টি নমুনার। করোনা শনাক্ত হয় ১৬ জনের। আক্রান্তের হার নয় দশমিক পাঁচ আট শতাংশ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার কুমিল্লা সিটি করপোরেশনে ১১জন, বরুড়া ও বুড়িচংয়ে দুইজন করে এবং আদর্শ সদরে একজনের করোনা শনাক্ত হয়। শুক্রবার কুমিল্লা সিটি করপোরেশনে ১০জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয় ছয় হাজার ৯১৫ জনের। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৯২জন।

মোট আক্রান্তের বিপরীতে সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ। এদিন মারা গেছেন একজন করোনা রোগী। তাঁর বাড়ি জেলার মুরাদনগর উপজেলায়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১জন। এছাড়া জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২হাজার ৬৫৯ জনের। এর মধ্যে নমুনার ফল এসেছে ৩১হাজার ৮৬৭টির। শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর