মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার এলাকায় তিন ব্যবসায়ীসহ ৬ জনকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিল্লাহ হোসেন বলেন, লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার দায়ে শ্রীদাম সাহা নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা, পণ্যের গায়ে পাটজাত মোড়ক না থাকায় ইউসুফ আলী নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা এবং হোসেন মোল্লা নামের অপর এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মাস্ক ব্যবহার না করে বাইরে ঘোরাঘুরি করার দায়ে আরও তিন ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।