চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই ১টি বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধারসহ মোঃ রসুল হোসেন (২২) নামের চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। 

বিজ্ঞাপন

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ রোববার (২২ ডিসেম্বর) দিনগত গভীর রাতে এ অভিযান চালায়। গ্রেফতারকৃত রসুল হোসেন কুষ্টিয়া জেলার খোকসা থানার গোপগ্রামের শাজাহান শেখের ছেলে।

জানা যায়, শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের আব্দুল বারেক নামের এক ব্যক্তির মোটরসাইকেলটি চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই সাজিদ আহমেদসহ পুলিশ অভিযান চালিয়ে চোরাই ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য রসুল হোসেনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আব্দুল বারেক বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেছেন। মামলা নং-১৩, ধারাঃ ৩৭৯/৪১১ ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত রসুল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।