ভেড়ামারায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-26 05:40:32

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের দাদা মোতালিব মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে কনের চাচাতো ভাই রায়হানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর ২ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ'র বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, বাল্যবিবাহ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশকে সাথে নিয়ে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর ২ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ'র বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কনের আঠারো বছর পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহের আয়োজন করার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক কনের দাদা মোতালিব মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কনেকে বাড়িতে রাখা ও বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে একই আইনে কনের চাচাতো ভাই রায়হান কে একই ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর