রংপুরের বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে আলী হোসেন (৪৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। টানা পাঁচ ঘণ্টার অভিযানে এখনো ওই যুবকের সন্ধান মেলেনি। রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বদরগঞ্জ উপজেলার ধলাইঘাটে চিকলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিখোঁজ আলী হোসেন পেশায় একজন কৃষক। সে বদরগঞ্জের দিলালপুর দর্জিপাড়া গ্রামের মৃত কান্দুরা মামুদের ছেলে। গেল কয়েক দিনের বৃষ্টিতে নদ-নদীতে পানি বাড়ায় মাছ ধরতে সকালে বাড়ি থেকে চিকলী নদীতে আসেন আলী হোসেন। সেখানে মুঠোজাল নিয়ে নদীতে মেনে মাছ ধরার সময় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন।
এদিকে নিখোঁজের খবর পেয়ে প্রথমে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের নেতৃত্বে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। এরপর দুপুরে রংপুর থেকে আরও একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেন। ওই ডুবুরি দলের প্রধান গোলাম মোস্তফা বলেন, দুপুর হতে বিকেল সোয়া ৪টা এখন পর্যন্ত পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানে নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি। এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।