স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালনের আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
তিনি বলেন, এবার একটি ভিন্ন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব হতে যাচ্ছে। তবে জীবন রক্ষায় আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধিগুলো অনুসরন করতে হবে। সেজন্য সকল মন্দির ও পূজা কমিটির সহায়তা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর টাউন হলস্থ এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে সভাপতির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।
মেয়র টিটু আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মন্ডপে হাত ধোয়ার ব্যবস্থা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশন সহায়তা করবে।
সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর পূজা কমিটির অ্যাডভোকেট তপন কুমার দে, সুচিত্রা সেনগুপ্ত, শংকর সাহা, পন্ডিতবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণাংশু বিকাশ চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তাগণ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।