ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে হবে: ডা. জাফরুল্লাহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 20:31:29

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে যত মামলা আ‌ছে সব তু‌লে নি‌য়ে এই আইনকে কবরে পাঠাতে হবে বল‌ে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এক বি‌ক্ষোভ সমা‌বে‌শে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তি‌নি বলেন, সাংবাদিকদের সত্য অনুসন্ধান করার সুযোগ দিন। তাদের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নিতে হবে। শুধু তাই নয় ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে হবে। তাহলে আপনারই লাভ হবে। দেশের লাভ হবে। দেশ-গণতন্ত্রের দিকে প্রসারিত হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা খেয়াল করেছেন। গতকাল প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে আহ্বান করেছেন কোনো প্রকার ইয়েলো সাংবাদিকতা যেন না হয়। কিন্তু ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা তো আপনি (প্রধানমন্ত্রী) সৃষ্টি করছেন । মনে রাখতে হবে সাংবাদিকরা হলো সত্য অনুসন্ধানী সব সময় সত্য প্রকাশ করে। আপনার সরকারের সবচেয়ে বড় বন্ধু হল সাংবাদিকরা। তারা প্রকৃত তথ্যকে আপনার সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের কণ্ঠ যখনই রোধ করেন তখনই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। সরকারের ভুল নীতি, ভুল পথে অগ্রসর হওয়ার কারণে দেশকে বাধ্য করছে একটা ভুল পথে অগ্রসর হতে।

তিনি বলেন, আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিতভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।

এ সম্পর্কিত আরও খবর