নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের গোলাপ আলী সর্দার জামে মসজিদের কমিটির সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মসজিদের মোতাওল্লী মো. হানিফ, তার ছেলে রাশেদ ও আবদুল মন্নানসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায়।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরীর নেতৃত্বে দুই পক্ষকে নিয়ে মসজিদ মাঠে একটি সালিশী বৈঠক বসে, এক পর্যায়ে বৈঠক শেষে বাড়িযাওয়া পথে প্রতিপক্ষ সামছুদ্দিন, আনোয়ার, হামিদ উল্যা ও ছিদ্দিক উল্যার নেতৃত্বে মোতাওল্লী মোঃ হানিফকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং তার ছেলে রাশেদসহ আর ৩/৪জনকে পিটিয়ে আহত করে। চর জব্বর থানা পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ সত্যতা স্বীকার করে বলেন, আহতরা মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী জানান, সালিশে কোন সমস্যা হয়নি। বাহিরে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।