বামপন্থী নেতা হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যু

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 23:10:22

মুক্তিযোদ্ধা ও বামপন্থী নেতা হায়দার আনোয়ার খান জুনো মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনোর ছোট ভাই।

জুনোর জন্ম ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। বাবা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী। প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী তাদের নানা।

তিনি স্কুল জীবনেই কমিউনিস্ট রাজনীতির দীক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স করলেও রাজনীতিক কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি জীবন অতিবাহিত করেন। তিনি বাংলাদেশের প্রায় সব প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনে নিবিড়ভাবে অংশ নেন। নরসিংদীর শিবপুর রণাঙ্গনের একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর